রাং ‘খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়’ ভেবে জবাবদিহিতাকে ভুলে থাকা কোন বুদ্ধিমানের কাজ নয়। সে জন্য হযরত ওমর (রা) কত সুন্দরই না বলেছেন- “হিসাব প্রদানের পূর্বেই নিজে নিজের হিসাব কষে দেখ।” সকল বিষয়েই জবাবদিহি করতে হবে। বিশেষভাবে কোন্ কোন্ বিষয় জবাবদিহি করতে হবে, সে সম্পর্কেও হাদীসে আলোকপাত করা হয়েছে। যেমন বলা হচ্ছে: