একজন মু’মিনের ঈমানের অনিবার্য দাবিই হচ্ছে জবাবদিহিতা সম্পর্কে সদা সচেতন থাকা। তার প্রতিটি হাঁটা, চলা, প্রতিটি কাজকর্ম, প্রতিটি কথাবার্তা, প্রতিটি আচার-আচরণ সম্পর্কে জবাবদিহি করতেই হবে-এই অনুভূতি জাগ্রত থাকা ছাড়া একজন মু’মিন পূর্ণ ঈমানদার হতে পারে না। আখিরাতের এই জবাবদিহিতা আখিরাতের প্রতি ঈমান আনার অবিচ্ছেদ্য অংগ। যারা এই জবাবদিহিতায় বিশ্বাস করে না তারা মূলত আখিরাতকে বিশ্বাস করে না। আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের ঈমানদার দাবি করার কোন অধিকার নেই। এজন্য মজবুত ঈমানের অধিকারীরা সকল সময়েই জবাবদিহিতার ভয়ে সন্ত্রস্ত থাকে। জবাব- দিহিতার জোরাল কশাঘাত তাদেরকে বার বারই পাপ কাজ থেকে দূরে থাকতে বাধ্য করে।