হে ওমর! আমি আপনার খুতবা শুনব না। আপনার প্রতি অনুগত্যও দেখাব না। যতক্ষণ না আপনি আপনার পরিহিত জামার কাপড় সম্পর্কে জবাবদিহি না করেন। গতকাল আপনার পক্ষ থেকে যে কাপড় আমাদের মাঝে বন্টন করা হয়েছে তা দিয়ে এত বড় লম্বা জামা বানান কোনক্রমেই সম্ভব নয়। আপনি আমাদের চেয়ে বেশি কাপড় না নিলে কিভাবে আপনার জামা এত লম্বা হওয়া সম্ভব হল?”