ওই মেয়েটার বুকের ওড়না নেই
সে অশ্লীল,
সে একটা জাহান্নামী!!
এই মেয়েটা হিজাব পড়ে না, সে
জাহান্নামী!!
ওই ছেলেটা নেশা করে তার নামাজ কবুল হবে না,
সে নিশ্চিত জাহান্নামী!!
ওই লোকটা এরূপ করেছে, ওই লোকটা এরূপ বলেছে
সুতরাং সে কাফের!!
– আপনি আমি এই কথা গুলো বলার কে??
~ সৃষ্টিকর্তা যেখানে একটা কুকুরকে পানি
পান করানোর কারণে একজন প্রস্টিটিউট নারীর অতীতের সব গুনাহ মাফ করে দিতে পারেন"" সেখানে
একটা অশ্লীল মেয়েকে আপনি আমি জাহান্নামী বলার কে??
যেখানে একটা ছেলেকে কুরআন মাজিদ পড়ার জন্য
কেরোসিন তেল কিনে দেওয়া মদ্যপানকারী ব্যক্তিকেও
সৃষ্টিকর্তা সম্মান দিয়েছিলো, সেখানে একটা নেশাখোর
ছেলেকে আমি আপনি নিশ্চিত জাহান্নামী বলার কে??
হতেও তো পারে অশ্লীল মেয়েটা আর
নেশাখোর ছেলেটাও একদিন নিজেদের
বদলে নিবে!! নিজের ভুলের জন্য তারা
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে!!
সৃষ্টিকর্তাও হয়তো সেদিন তাদের ক্ষমা
করে দিবেন!! ইনশাআল্লাহ!
তারাও তো সৃষ্টিকর্তার কাছে প্রিয় বান্দা হিসেবে
কবুল হতে পারে!!
আলহামদুলিল্লাহ 💖💖
সুতরাং, অন্যের কর্মকে নিয়ে সমালোচনা না করে
নিজেকে সংশোধন করার চেষ্টা করুন।
নিজের কর্মকে ভালো রাখার চেষ্টা করুন!!
– কে জান্নাতি, কে জাহান্নামী , কে কাফের
কে মুসলমান সেটা একমাত্র আল্লাহি ভালো জানেন।
তিনি নির্ধারণ করবেন। 💖
ইয়া রব সবাইকে দ্বীনের পথে আসার
তৌফিক দান করুন🌺
____🤲 আমিন 🤲____