ফোন করি না, কথা বলি না, মেসেজ পাঠাই না,
তবুও তোমাকে ভুলতে পারি না।
তুমি হয়তো ভাবো আমি ভুলে গেছি, সবকিছু শেষ করে ফেলেছি-কিন্তু জানো তো, ভালোবাসা সবসময় শব্দ চায় না, কখনো কখনো নিঃশব্দেও অনুভব হয়।
তোমার অনলাইন থাকা এখনো চোখে পড়ে,
তোমার কোনো একটা পুরনো ছবি হঠাৎ দেখলে চোখ আটকে যায়,
তোমার নাম শুনলে আজও বুকটা একটু দুলে ওঠে।
তুমি হয়তো এখন অন্য কারো খোঁজে ব্যস্ত,
কিন্তু আমি এখনো সেই পুরনো জায়গাটায় দাঁড়িয়ে আছি-
তোমার দেওয়া স্মৃতিগুলোকে শক্ত করে জড়িয়ে ধরে।
ভালোবাসা মানে তো শুধু কথা বলা নয়,
ভালোবাসা মানে-কারো চুপচাপ ভালো থাকাটা প্রার্থনা করা,
তাকে না ছুঁয়ে প্রতিদিন মনে রাখা,
আর দূর থেকেও তাকে হারাতে না পারার নামই হয়তো ভালোবাসা।
হয়তো এটাই ভালোবাসা, না বলা, না পাওয়া, তবুও চিরস্থায়ী।
Rumi Akter
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Runa Akther
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?