9 w ·Translate

ওরে মনা যৌবন তোর বৃথা গেল চাহিয়া দেখলি না সময় থাকতেই রসের পিরিত কইরা দেখলি না

9 w ·Translate

শান্তি পাচ্ছি না

image
9 w ·Translate

ফোনে চার্জ নাই

image
9 w ·Translate

সেই না সেই

image
MD Jakir Hossain    created a new article
9 w ·Translate

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী | #জীবন

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

লাল মাওলানার ১০টি রাজনৈতিক উক্তি উনার কথাগুলো আজও লাখো লাখো বাঙালির মনে গেতে রয়েছে
9 w ·Translate

আচ্ছা আমার সরল মনে একটা কথা ঘুড়ে আতা গাছে তোতা পাখি হলে আম গাছে আম পাখি না বসে কাওয়া কেন 🤣😂😅

9 w ·Translate

1.তোমার এক চোখে আকাশ অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর পড়ছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি।
2.তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তুমি দূরে গেলে মন যে আমার আর সয় না।
3.তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-আকাশের বুকে যেন জল ছবি একে যায় তুমি হাসলে বুঝি মনে হয়,স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।
4.তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়। এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস।
5.এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না। আমার হৃদয়ে তোমার স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না।

9 w ·Translate

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তুমি দূরে গেলে মন যে আমার আর সয় না।

9 w ·Translate

তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-আকাশের বুকে যেন জল ছবি একে যায় তুমি হাসলে বুঝি মনে হয়,স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।

9 w ·Translate

কি গো তোমার চোখে ঘুম নেই কেন আসো দু'জনে বসে আড্ডা দেই আর গরুর মাংস খিচুড়ি খাই
তুমি গরুর মাংস নিয়ে আসবে আমরা কুরবানী দেই নাই

9 w ·Translate

এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না। আমার হৃদয়ে তোমার স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না।