গাধার বুদ্ধি
একদিন এক চাষার গাধা হঠাৎ করে একটা কুয়োয় পড়ে গেল। গাধাটা খুব জোরে জোরে চিৎকার করতে লাগল। চাষা এসে দেখে—গাধা কুয়োর মধ্যে! অনেক চেষ্টা করেও যখন গাধাকে তোলা গেল না, তখন চাষা ভাবল, "গাধাটা তো বুড়ো হয়ে গেছে, আর কুয়োটাও শুকনো—ভরাট করেই দিই।"
তাই সে প্রতিবেশীদের ডেকে আনল। সবাই মিলে মাটি ফেলতে লাগল কুয়োয়। প্রথমে গাধাটা চিৎকার করতে লাগল, কিন্তু কিছুক্ষণ পর চুপ হয়ে গেল।
চাষা নিচে তাকিয়ে দেখে—গাধাটা মাটি গায়ে পড়লে তা ঝেড়ে ফেলে পায়ের নিচে চাপ দিচ্ছে। যত মাটি পড়ে, গাধা ততটাই ওপরের দিকে উঠতে থাকে!
শেষ পর্যন্ত, এত মাটি পড়ল যে গাধাটা কুয়োর মুখ পর্যন্ত উঠে এল—আর লাফ দিয়ে বেরিয়ে গেল!
Мне нравится
Комментарий
Перепост