1.কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিয়ো না।
যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস,
আস্থা নিয়ে হাতে হাতে রেখ।
দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা।
- রবি ঠাকুর ।
2. মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি
হৃদয়ের দুয়ার খুলে বলতাম তোমায় ভালবাসি।
3.যে জন সৃষ্টি করেছে তোমায়,আমিও সৃষ্টি তার।
তবু কেনো তোমার সাথে ব্যবধানআমার।
আমারো তো মন আছে,আছে ভালবাসা।
আমারো তো থাকতে পারে,তোমায় পাবার আশা।
4.জলের ভিতরে ডুবে দিয়ে
যেমন কান্না করা অসম্ভব
তেমনই মন থেকে
ভালোবাসার পর
তাকে ভুলে
যাওয়া তার থেকেও অসম্ভব !!
5.
জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হারাবে,
কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের
এমন কাউকে হারিওনা যে তোমাকে অনেক বেশী ভালোবাসে.......!!