1.শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার
মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।
2.একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল.........।।
3.বলবো না ভালোবাসি ,
করবো না জোর
ইচ্ছা হলে ফিরে আসিস
জায়গাটা শুধুই তোর !!
4.শুধু ভালোবাসলেই হয় না প্রিয় ,
ভবিষতে তাকে স্বীকৃতি
দেওয়ার ক্ষমতাও রাখতে হয় !
5.উড়ো চিঠি তোমায় নামে
পাঠিয়ে দিলাম নীল খামে
ইচ্ছা হলে পড়ে দেখো
পড়লো মনে একটু রেখো !