1.আমি নিখুঁত প্রেমিক নাও হতে পারি। তবে তোমার প্রতি আমার ভালবাসা সবার কাছে সত্য।
2.তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতে পারি না, তোমার কথা না ভেবে একটা দিনও থাকতে পারি না। তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না।
3.আমরা একে অপরের সাথে যতবেশি সময় কাটাচ্ছি, ততই আমি তোমার প্রেমে পড়েছি।
4.আমি তোমার প্রতি আমার ভালবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি তবে শব্দ দিয়ে আমার ভালবাসা প্রকাশ করে শেষ হবে না।
5.দিন যায় দিন আসে, সময়ের স্রােতে ভেসে,কেউ কাদে কেউ হাসে, তাতে কি যায় আসে,খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।