1.তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়। এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস।
2.এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না। আমার হৃদয়ে তোমার স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না।
3.আমি হয়তোবা সত্যটা তোমাকে বলতে পারব না। সত্য কথাটি হলো, তুমি শুধু আমার প্রিয় একজন নন।তুমি আমার একমাত্র, আমার প্রথম ভালোবাসা।
4.লক্ষ তারা রাতের আকাশ জ্বলতে পারে। তবে একটি একক হাসি কারও পুরো মহাবিশ্বকে আলোকিত করতে পারে। সেটা হলো তোমার হাসি।