25 C ·Traduzir

:আর ইউসুফ (আ.)তো কখনো জুলেখাকে চায়নি, ওটা ছিল জুলেখার বিশ্বাস সে ইউসুফ কে পাবে। কথা সম্ভব কিংবা অসম্ভবের নয়, কথা বিশ্বাসের। তুমি যদি সত্যিকারে বিশ্বাস নিয়ে রবের কাছে চাও, তবে দেখো সেই রব, যিনি একটি চাওয়াতেই পুরো জীবন বদলে দিতে পারেন। 🖤😊