1 Y ·ترجمہ کریں۔

কতবার দেখেছি,,
পরিণীতা মুভিতে দেখানো হয়েছিলো একটা অসমাপ্ত ভালোবাসার গল্প। দেখানো হয়েছিলো একজন ম্যাচিউর মানুষের আবেগও কতটা তীক্ষ্ণ হতে পারে।

মেহুল যেন আমাদের চারপাশের সহস্র মেয়েরই প্রতিচ্ছবি। যারা দিনের পর দিন কোন কারণ ছাড়াই একজনকে ভালোবেসে যায়। হৃদয়ের গভীরে তাকেই লালন করে যায় সবসময়। কিন্তু 'ভালোবাসি' এই কথাটাই তাকে কখনো মুখ ফুটে জানানো হয় না। পরিবেশ আর পরিস্থিতি সেই পথ আটকে দেয়।

একটা না হওয়া সংসারের স্মৃতি আমাদের চারপাশের অজস্র মেয়েরই আছে। কিন্তু সেই না হওয়া সংসার আর না পাওয়া মানুষের স্মৃতি নিয়ে বাস্তবে হয়ত কেউ একা একটা জীবন কাটিয়ে দিতে পারে না। বাস্তবতা গল্পের চেয়েও কঠিন। নাটকের চেয়েও নাটকীয়।

১ ঘন্টা ৫৬ মিনিটে বাস্তবতায় জীবনের গল্পটা শেষ হয়ে যায় না। জীবন অনেক বড়। সেই না হওয়া সংসার আর না পাওয়া মানুষের স্মৃতি বয়ে নিয়ে বেড়াতে হয় অনেকগুলো দিন, অনেকগুলো মাস আর অনেকগুলো বছর। হয়ত মৃত্যুর শেষ দিন পর্যন্ত।

বাস্তবতায় স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। স্মৃতিগুলো ঠিকই থেকে যায় মনের অন্তরালে। তবুও কারও হাত ধরতে হয়, তবুও কাউকে পাশে নিয়ে পথ চলতে হয়। কিন্তু মেহুলদের মনে ঠিকই থেকে যায় বাবাই দা' রা । থেকে যায় একটা না হওয়া সংসারের স্মৃতি।।