25 di ·Menerjemahkan
ভালোবাসা কখনও কখনও আমাদেরকে নির্ঘুম রাতের শিকারী বানিয়ে তোলে। সেই নির্ঘুম রাত বয়ে এনে দেয় নতুন চিন্তার স্রোত, নতুন দিগন্তের খোঁজ। আমরা চাই, আমাদের ভালোবাসা যেন চিরকাল থাকুক, তবে সেইসাথে এই অনুভূতির শক্তি যেন আমাদেরকে প্রতিদিন নতুন বসন্ত এনে দেয়।