তোমার হাসির স্মৃতি, তোমার চোখের কথা, সব কিছুই আমায় ঘুম থেকে জাগ্রত করে রাখে। কোথায় যেন তুমি বিরাজমান, সেই অজানায়। বিদায়ের সময় যত কাছে আসে, তত বেশি এই অনুভূতি আরো তীব্র হয়। ভালোবাসা তখন সবকিছু থেকেই নির্মমভাবে উদ্ভূত হয়। তোমাকে হারানোর ভয়, অথবা হয়তো আবার তুমি ফিরে আসার আশায়, সবকিছু যেন মিলে যায় এই এক ঘুমহীন রাতে।
Мне нравится
Комментарий
Перепост