অচেনা শহরের এক সন্ধ্যা
কাফি নতুন এক শহরে এসে কাজ শুরু করল। সেখানে তার অফিসের সহকর্মী ছিলো রাহুল আর নূর। একদিন সন্ধ্যায় অফিস শেষে কাফি রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন সে দেখে আলিশা বইয়ের দোকানে বসে পড়ছে। কাফির চোখ আটকে গেলো আলিশার মৃদু হাসিতে। রাহুল বলল, “আলিশা অনেক মেধাবী আর সুন্দর।” কাফি একটু লজ্জায় মাথা নেড়ে বলে, “তাহলে তাকে একটু জানবো কি?” পরের দিন কাফি সাহস করে আলিশার কাছে গিয়ে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেলো। কিন্তু আলিশার আগে থেকেই একটা গোপন প্রেম ছিলো যার নাম ছিলো মেহেদী। কাফি জানতো না কিভাবে এই প্রেমের গিঁট খুলবে, আর তার ভালোবাসা কোথায় গিয়ে থামবে।