বিটিভি জেনারেশনের প্রিয় অভিনেতা সমু চৌধুরী।এক সময় বিটিভিতে ধারাবাহিক সাপ্তাহিক নাটকের রেগুলার মুখ।টিভি চলচ্চিত্রের গুণী অভিনেতা, এই বয়সে এসে হয়তো দেখার কেউ নেই! কি হবে টাকা দিয়ে যদি শেষ বয়সে দেখার মতো কেউ না থাকে। চলচিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
জায়গাটার নাম___
(মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।)
(ফেসবুক থেকে সংগৃহীত)
