#নোয়াখালী জেলা বি.এন.পি'র অন্যতম সদস্য এবং নোয়াখালী-২ আসনের জাতীয়তাবাদী দল বি.এন.পি'র মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ আব্দুল মান্নান ভাই
আজ ৬নং কাবিলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমেরিকা প্রবাসি প্রিয় Kazal Hassan ভাই এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব Mohammad Nurul Hasan Shobuj ভাইয়ের পিতা বীর মুক্তিযুদ্ধা "নুর ইসলাম" মিয়ার কবর জেয়ারত এবং পরিবারবর্গের সাথে সৈজন্য সাক্ষাৎ করেন,,
#উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান ভাই সহ সেনবাগ উপজেলা ও কাবিলপুর ইউনিয়ন বিএনপি পরিবারের নেতৃবৃন্দ❣️❣️
