জীবন কত অনিশ্চিত! কতটা ঠুনকো! এই ছবি এবং গল্পটা ভিষণ হৃদয় বিদারক, ভাবতে কঠিন দমবন্ধ লাগছে! মা ডাক্তার- বাবা ইন্জিনিয়ার!! এমন কত পরিবার, কত মানুষের যত্নে গড়া জীবনের পরিসমাপ্তি হয়ে গেল ৩০ সেকেন্ডের মধ্যে!
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত সকল প্রাণের জন্য শোক এবং পরিবারের জন্য সমবেদনা। কারো জীবনে যেন এমন দুর্যোগ না আসে।
