এএসফি বাছাইপর্বের যে সমিকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ...
২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে গতকাল ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।
গতকাল হারার পরও এএফসি বাছাইপর্বের গ্রুপ সি তে তৃতীয় অবস্থানে আছে হামজা-জামালের বাংলাদেশ।
এদিকে হংকং এর সাথে ১-০ গোলে হারের পর ভারত গেছে তলানিতে। গতকালকের ম্যাচে ১ গোল করে গোল ব্যাবধান ও পয়েন্টে সমান থাকলেও পারফরম্যান্স এর কারনে গ্রুপে ভারতের উপরেই অবস্থান করছে বাংলাদেশ।
গ্রুপ সি তে এখনো বাকি আছে ৪ ম্যাচ৷ পরবর্তীতে কাবরেরার অধিনে বাংলাদেশের ম্যাচ হংকং এর সাথে। তবে ৪ ম্যাচ হাতে থাকলেও সমিকরণ সহজ হচ্ছে না বাংলাদেশের।
সি গ্রুপে শীর্ষে থাকা দলই যাবে এএফসি কাপে খেলতে। আপাতত গ্রুপের শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর যদি সব ম্যাচেই জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে ১৬। আবার তালিকার ২য় স্থানে অবস্থান করা হংকংও একই সমিকরণে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাংলাদেশ তাদের ৪ ম্যাচে জয় পেলেও অর্জন করবে ১৩ পয়েন্ট।
এদিকে তলানিতে থাকা ভারতও সর্বোচ্চ ১৩ পয়েন্টই অর্জন করতে পারবে৷
বাংলাদেশের সমিকরণ নির্ভর করছে হংকং এর সাথে ম্যাচে আগামী অক্টোবরে। ৫ দিনের ব্যাবধানে ২ বার মুখোমুখি হবে বাংলাদেশ -হংকং।
বাংলাদেশ যদি সব ম্যাচ জিততে পারে তবে পয়েন্ট হবে ১৩, আবার সিঙ্গাপুর বাংলাদেশ এওয়ে ম্যাচে পয়েন্ট হারিয়ে সিঙ্গাপুরও যদি ১৩ পয়েন্ট এ নেমে আসে, তবে হেড টু হেড হিসেব হবে ট্রাইব্রেকারে।
হেড টু হেড অনুযায়ী পয়েন্টে সমান থাকলে, জয় দেখবে ম্যানেজমেন্ট, আর তাতেও সমান থাকলে দেখা হবে গোলের সংখ্যা।
এ যেন কঠিন সমিকরণে দাঁড়িয়ে হামজা-জামালরা। এ সমিকরণ ভেদ করে এএফসি কাপ খেলতে পারবে তো বাংলাদেশ?
#bdarchive #bdarchivenews #bdarchivesports #football #bangladeshfootball #hamzachoudhury
