ক্লাসরুমের নীরবতা
বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ক্লাসে বসে আছে কাফি আর মিম। হঠাৎ মিম বলে, “তুমি জানো, আমি তোমাকে ক্লাসে দেখেই পছন্দ করি।” কাফি একটু এগিয়ে এসে বলে, “তবে ক্লাসেই প্রেম শুরু হোক।” তাদের মাঝে দূরত্ব কমে যায়। চেয়ার সরিয়ে মিম কাফিকে তার কাঁধে টেনে আনে। ঠোঁট ঠোঁটে মিশে যায়, আর নীরব ক্লাসে শুধুই শোনা যায় তাদের নিঃশ্বাস