সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের এক ঘটনার মাধ্যমে সাকিব আল হাসানের সঙ্গে তার গভীর বন্ধুত্ব, বিশ্বাস ও পরবর্তীতে সেই সম্পর্কের দূরত্ব তুলে ধরেছেন তামিম ইকবাল। এক সন্দেহভাজন স্পনসরের সঙ্গে ২০১০ সালে দেখা করতে গিয়ে তামিম দুর্নীতির ইঙ্গিত পেয়ে সঙ্গে সঙ্গেই আইসিসিকে রিপোর্ট করেন, আর সেই সময় তার পাশে ছিলেন সাকিব। একসময় দুইজনের বন্ধুত্ব ছিল খুবই ঘনিষ্ঠ, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গেছে। তামিম মনে করেন, অনেকেই তাদের দূরে যাওয়াতে খুশি হয়েছে। তবুও তাঁর কণ্ঠে শোনা গেছে সম্পর্ক জোড়া লাগানোর ইচ্ছা ও সাকিবের প্রতি অগাধ শ্রদ্ধা। তামিমের মতে, ভবিষ্যতে একসঙ্গে বসে ভুল স্বীকার করলে পুরনো বন্ধুত্ব ফেরানো সম্ভব। দুজনে মিলে বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায় বলে মনে করেন তামিম ইকবাল
#tamimiqbal #shakibalhasan #shakibtamim
