আবু হুরাইরা (রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল! সেগুলো কী কী? তিনি বললেন-
১.সাক্ষাতে সালাম বিনিময় করা
২.আমন্ত্রণ করলে গ্রহণ করা
৩.উপদেশ চাইলে উপদেশ দেয়া
৪.হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামু কাল্লাহ বলা
৫.অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজখবর নেয়া এবং
৬.মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত থাকা। (মুসলিম-৪০২৩)