একবার হজরত ইবনে আব্বাস (রা-কে প্রশ্ন করা হয়েছে, ‘কোন দান সর্বাপেক্ষা উত্তম?’ উত্তরে তিনি বললেন, রাসূল (সা বলেছেন, ‘উত্তম দান হলো পানি। তোমরা কি শোননি যে জাহান্নামিরা জান্নাতিদের কাছে প্রথমে পানি, তারপর খাদ্য ভিক্ষা চাইবে। ইমাম কুরতুবি একটি আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন, যার গোনাহ বেশি হয়ে গেছে, সে যেন মানুষকে পানি পান করায়। রাসূল (সা বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবেন, আল্লাহ তাকে হাউজে কাওছার থেকে এমন পানি পান করাবেন, যার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না।’ (বায়হাকি, ইবনে খুজাইমা)