এ সময় আয়েশা (রা.) প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বহরের তাঁবু থেকে বাইরে যান। ফিরে এসে তিনি দেখলেন, তাঁর গলার হারটি নেই। হারটি খুঁজতে তিনি আবার ফিরে যান এবং এতটাই সময় নেন যে, বহর তাঁকে না পেয়ে এগিয়ে যায়। তাঁরা ভাবেন, আয়েশা (রা.) তাঁর হাওদাজে (ঢাকা পালকিতে) রয়েছেন।