আয়েশা (রা.)-এর দুঃখ ও আল্লাহর প্রতিক্রিয়া
এই অপবাদে আয়েশা (রা.) অত্যন্ত কষ্ট পান। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর নির্দোষিতার প্রমাণের জন্য আল্লাহর উপর ভরসা করেন। এ অবস্থায় কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ১১-২০ নং আয়াত নাজিল করেন, যেখানে আয়েশা (রা.)-এর পবিত্রতা ও নির্দোষতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
আল্লাহ বলেন:
“নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদের মধ্যেই একটি দল।…” (সূরা নূর, ২৪:১১)