আমরা আজ এমন একজন নারীর গল্প বলবাে, ইসলামের বিভিন্ন ক্ষেত্রে যার বিশেষ অবদান রয়েছে। দাওয়াত-তালিম ও সন্তান লালন-পালনে তার অবদান বিস্ময়কর। আমরা এখন যে মহিয়সী নারীর গল্প বলবাে তিনি হলেন উম্মে সুলাইম রা.। উম্মে সুলাইম রা.-এর নাম রুমাইসা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যাপারে বলেন: আমি জান্নাতে প্রবেশ করে সেখানে রুমাইসাকে দেখেছি।