উম্মে সুলাইম রা. কিছু শুকনাে দুধ নিলেন এবং সেগুলােকে ভালভাবে মেখে মাখনের মত বানালেন, অতঃপর এতে রুটির টুকরা দিলেন, খেজুর দিলেন এবং ঘি দিয়ে এক ধরনের সুস্বাদু খাবার তৈরি করে ছেলে আনাসকে দিয়ে বললেন, আনাস! এই হাদিয়া নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাও এবং তাকে বল, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এগুলাে আমাদের পক্ষ থেকে আপনার জন্যে সামান্য হাদিয়া। আনাস রা. এগুলাে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তা তাঁর সামনে রেখে বললেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এগুলাে হল মেহমানদারির খাবার, আমার মা এগুলাে আপনার জন্যে পঠিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্যে সামান্য হাদিয়া। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুললেন এবং সেখান থেকে খেয়ে খুব খুশি হলেন। অতঃপর আনাস রা. কে বললেন, আনাস! যাও অমুক অমুককে গিয়ে ডেকে নিয়ে এসাে। আনাস রা. বলেন, অতঃপর আমি গেলাম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার নাম বলেছেন তাদের ডেকে নিয়ে আসলাম। অতঃপর তারা রাসুলুল্লাহর নিকট এসে তার সাথে বসলেন এবং সেখান থেকে খেলেন।
Md Jihan Jihan
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?