কেউই একা থাকতে চায়না, কেউই একাকিত্ব পছন্দ করেনা।
কিন্তু যখন মানুষ অনেকের ভীড়ে থেকেও একা অনুভব করে,
কারো সঙ্গ চেয়েও সঙ্গিহীন হয়ে দিনের পর দিন চলাফেরা করে,
তখন মানুষ বাধ্য হয়ে একা থাকতে শুরু করে, একা থাকতে থাকতে একটা সময় মানুষ একাকিত্ব কে ভালোবেসে ফেলে।
তখন সে সবকিছু একা একাই সামলে নিতে শিখে যায়!🖤 সু'হা'সি'নী'-.-