৩. কাফের যেহেতু পরকাল বিশ্বাস করে না তাই সে দুনিয়ার জীবনটাকেই আপন করে নেয়। দুনিয়ার আরাম-আয়েশ, সুখ-স্বাচ্ছন্দের জন্য সে পাগলপ্রাণ হয়ে ছুটে। দুনিয়ায় নাম-যশ-খ্যাতির স্বার্থে সে তার প্রতিপক্ষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া বা মানুষের প্রতি জুলুম-নির্যাতনে একটুও পিছপা হয় না। দুনিয়াটা যেন তারই- এমন ভাবনা-চিন্তা তাকে ভয়ঙ্কর স্বৈরাচারে পরিণত করে।