🕊️ নামাজের আলো 🕊️
সকাল বেলায় মুয়াজ্জিন ডাকে,
আকাশ ভেদ করে সে সুর বাজে।
ঘুম ভেঙে উঠে দাঁড়ায় মন,
আল্লাহর নামে হয় দিনচক্রে আগমন।
হাতে মোবাইল নয়, প্রথমে ওযু,
পবিত্রতা দিয়েই শুরু হোক দিনযুগ।
সেজদায় পড়ে বলি "সুবহান রব্বিয়াল আ'লা",
এই শান্তি কি আর মেলে দুনিয়ার খেলা-ধুলা?
দুপুরে রোদের মাঝে বিরতি নিই,
যোহরের নামাজে আত্মা ধুই।
বাজারে হাঁসি, অফিসে ঝড়,
তবুও আসর এনে দেয় অন্তরে জ্বর।
মাগরিবের সুর্য ডোবে, আকাশে লাল ছায়া,
আমি বসি সিজদায়—ভেতরটা হয় হালকা মায়া।
ইশার নামাজে ক্লান্তি যায় ধুয়ে,
ঘুম আসার আগে জান্নাতের দোয়ায় মন ছুঁয়ে।
জীবন চলুক, হোক ব্যবসা বা পাঠশালা,
নামাজ রেখে জীবন—আলোহীন পথের পালা।
আল্লাহ বলেন, “নিশ্চয়ই নামাজ মানুষকে
অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”
---
তথ্যসূত্র:
আল-কোরআন, সূরা আল-আনকাবুত (২৯:৪৫):
"নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।"