অনেকেই বলছে যে নাহিদ, আসিফ, সারজিস এরা আমাদের নতুন হিরো, জাতীয় বীর।
বন্ধুগণ, সত্যি বলতে আমাদের কোনো হিরোর দরকার নেই। আমাদের হিরো সংক্রান্ত অভিজ্ঞতা খুব খারাপ।
আমাদের একসময়ের হিরো ছিল মুহম্মদ জাফর ইকবাল, ব্যারিস্টার সুমন, মাশরাফি, সাকিব। আমরা উনাদের একসময় মাথায় তুলেছি, আইডিওলাইজ করেছি। আবার আমরাই বাধ্য হয়েছি এদেরকে মাথা থেকে নামিয়ে ফেলতে।
আমাদের হিরো দরকার নেই, আমাদের দরকার খুব সাধারণ কিছু মানুষ। যাদের সাথে কথা বলা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সমালোচনা করা যায়। যারা কোনো ফেরেশতা না, যারা ভুল করতে পারে। এবং আমরা যাদেরকে বলতে পারি যে- এই থামো, তোমরা ভুল করছো।
-Shadman Jahin
Gefällt mir
Kommentar
Teilen
Mass moon Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?