হীরা-মুক্তার মোহ আমাকে টানে না আর,
আমি খুঁজি না ঐশ্বর্য,
আমি চাই শুধু তোর নিঃশর্ত সঙ্গ।
আমি তো তোর সাথী,
তুই যখন আমার হবে,
তোর ভালোবাসার কোমল ছোঁয়ায়
আমি আরামে বিলীন হবো, নিঃশেষে।
চলে আয়, কাছে আয় আমার,
এই হৃদয়ের নিভৃত কোণে,
তোর হাত ধরে হারিয়ে যাবো,
ভুবনের সব রং ফেলে রেখে।
তোর নাম জপে জপে,
ভেসে যাবো নির্জন কোনো স্বপ্নভূমিতে,
যেখানে শুধু তুই,
আর আমি—একান্ত তোর।