তবুও তোমার উপস্থিতি ছিল আমার নিঃশ্বাসে,
জন্মে জন্মে আমি থাকবো তোমার প্রতীক্ষায়,
সময়ের স্রোতে ভেসে থেকেও থেমে থাকবো তোমার চাহনিতে।
আমার যা কিছু আপন, যা কিছু প্রিয়,
সবই অর্পণ করেছি তোমার পদতলে,
হৃদয়ের গভীর থেকে নিঃশেষে ঢেলে দিয়েছি
ভালোবাসার শেষ কণাটুকু পর্যন্ত তোমারই নামে।
তুমি ছিলে আমার প্রেরণা, আমার নিঃশব্দ আরাধনা,
আর আমি?
শুধু তোমার অপেক্ষায় নিঃশব্দ এক প্রহর,
যার প্রতিটি ধ্বনি জুড়ে শুধুই তুমি।