হাজারটা সফলতাকে ছাপিয়ে একটি ব্য'র্থ'তা আমার জীবনে জাকিয়ে বসেছে;
চারিদিকে হাজার ঝলমলে আলোর মাঝে থেকেও একটা অ'ন্ধ'কা'র আমাকে প্রতিনিয়ত গ্রা'স করছে;
একটা তুমি যে আমার সাজানো গোছানো জীবনটাকে হুট করে পুরো এলোমেলো করে দিয়ে যাবে তা আমি কোনো দিনও ভাবিনি;
শুনেছিলাম প্রেমে বি'র'হ আছে, তাই কাউকে ভালোবাসলে একবুক ক'ষ্ট স'হ্য করার ক্ষমতা নিয়ে ভালোবাসতে হয়, কিন্তু! আমি তো অনুভব করছি পুরো আমিটাই শে'ষ;
একাডেমীক্যাল প্রতিটি সার্টিফিকেটে প্রথম স্থান অর্জন করেছি, ক্যারিয়ারের সব জায়গাতে সাফল্যের সাথে জয় লাভও করেছি কিন্তু এই একটি জায়গায় পরাজিত হয়ে আমি যেন আর আমার মাঝে নেই;
আলোর ছটা আর মানুষ জন আজকাল আর ভালো লাগে না, অ'ন্ধ'কা'র নিরিবিলি পরিবেশেই যেন আমি একটু থাকতে পারি, অ'ন্ধ'কা'রে নিজের ছায়ার সাথে বোঝাপড়া করতে পারি, কিছু কিছু সময় সবার মাঝে থাকলেও সে সময়টাতেও নিজেকে আজকাল ব'ড্ড নিঃ'স্ব রি'ক্ত মনে হয়;
এখন এ'কা'কী'ত্ব'ই আমার একমাত্র সঙ্গী, ডি'প্রে'শ'নে ভু'গ'তে ভু'গ'তে আমি আবারও নতুন করে প্রেমে পড়েছি আর সে প্রেম আমার এ'কা'কী'ত্বে'র সঙ্গে, কারণ! এ'কা'কী'ত্ব কখনো ছেড়েও যায় না আর বে'ঈ'মা'নিও করে না।