মাস্টার মশাই
প্রচেত গুপ্ত । তার জন্ম ১৪ অক্টোবর ১৯৬২ সালে কলকাতায় । পড়া শুনার পাশাপাশি খুব অল্প বয়স থেকেয় শুরু হয় তার সাহিত্য চর্চা । মাত্র ১২ বছর বয়সে আনন্দ মেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্প ও ২০০৪ সালে তার প্রথম উপন্যাস “আমার যা আছে” । তাছাড়াও তিনি লিখে গেছেন বহু গল্প ও উপন্যাস । তার মধ্য বিখ্যাত আশ্চর্য পুকুর, দেরি হয়ে গেছে, রাজকন্যা,দেখা হবে, জলে আঁকা ইত্যাদি । মাস্টার মশায় গল্পটি লক্ষণীয় ও বৈশিষ্ট্যপূর্ণ কিছুটা ভৌতিকও। চাপাডাঙ্গা গ্রামের সম্মানী মাস্টার মশায় মেঘনাদ সামন্ত বাবু । খুব অসুস্ত হয়ে বিছানা শয্যায় আছেন । ডাক্তার বলেছে আর বাঁচবে না । তার ছেলে কাশাব সিডনী থেকে এসেছেন বাবাকে শেষ দেখাশুনা করতে । একদিন স্কুল এর প্রিঞ্চিপাল ও অনন্য মাস্টাররা মেঘনাদ বাবুকে দেখতে আসলেন সাথে জলরঙে আঁকা ফ্রেমে একটি স্কুল এর ছবি নিয়ে আসলেন এবং দিয়ে বললেন আপনার প্রিয় ছাত্র তীর্থংকর রায়ের আঁকা ছবি । প্রায় দু বছর আগে স্কুলের রুমে পেয়েছি । এত সুন্দর ছবি দেখেও মাস্টার মশায় মনে করতে পারলেন না, কে সেই ছেলেটা ।
মাস্টার মশায় তার ছেলেকে বলল আমি সেই ছেলেটাকে দেখতে চায় অথচ তার কাছে কোন ঠিকানা নেয় । কাশাব অন্য উপায়ে তীর্থংকর রায়কে আনলো । কিন্ত তার পরেও মাস্টার মশায় তাকে চিনতে পারলেন না শেষে মাস্টার মশায় মারা গেলেন। একই দিন ঘটল অন্য আরেক দুর্ঘটনা । নিপুণ
বর্ণনায় প্রতিটা মুহূর্ত একেবারে জীবন্ত যেন । দশ এ রাখলাম ।
#aface1

Md Mahfuz
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?