9 i ·Oversætte

মাস্টার মশাই
প্রচেত গুপ্ত । তার জন্ম ১৪ অক্টোবর ১৯৬২ সালে কলকাতায় । পড়া শুনার পাশাপাশি খুব অল্প বয়স থেকেয় শুরু হয় তার সাহিত্য চর্চা । মাত্র ১২ বছর বয়সে আনন্দ মেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্প ও ২০০৪ সালে তার প্রথম উপন্যাস “আমার যা আছে” । তাছাড়াও তিনি লিখে গেছেন বহু গল্প ও উপন্যাস । তার মধ্য বিখ্যাত আশ্চর্য পুকুর, দেরি হয়ে গেছে, রাজকন্যা,দেখা হবে, জলে আঁকা ইত্যাদি । মাস্টার মশায় গল্পটি লক্ষণীয় ও বৈশিষ্ট্যপূর্ণ কিছুটা ভৌতিকও। চাপাডাঙ্গা গ্রামের সম্মানী মাস্টার মশায় মেঘনাদ সামন্ত বাবু । খুব অসুস্ত হয়ে বিছানা শয্যায় আছেন । ডাক্তার বলেছে আর বাঁচবে না । তার ছেলে কাশাব সিডনী থেকে এসেছেন বাবাকে শেষ দেখাশুনা করতে । একদিন স্কুল এর প্রিঞ্চিপাল ও অনন্য মাস্টাররা মেঘনাদ বাবুকে দেখতে আসলেন সাথে জলরঙে আঁকা ফ্রেমে একটি স্কুল এর ছবি নিয়ে আসলেন এবং দিয়ে বললেন আপনার প্রিয় ছাত্র তীর্থংকর রায়ের আঁকা ছবি । প্রায় দু বছর আগে স্কুলের রুমে পেয়েছি । এত সুন্দর ছবি দেখেও মাস্টার মশায় মনে করতে পারলেন না, কে সেই ছেলেটা ।
মাস্টার মশায় তার ছেলেকে বলল আমি সেই ছেলেটাকে দেখতে চায় অথচ তার কাছে কোন ঠিকানা নেয় । কাশাব অন্য উপায়ে তীর্থংকর রায়কে আনলো । কিন্ত তার পরেও মাস্টার মশায় তাকে চিনতে পারলেন না শেষে মাস্টার মশায় মারা গেলেন। একই দিন ঘটল অন্য আরেক দুর্ঘটনা । নিপুণ
বর্ণনায় প্রতিটা মুহূর্ত একেবারে জীবন্ত যেন । দশ এ রাখলাম ।

#aface1

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।