চিঠি
ছন্দে ছন্দে লিখি আনন্দে,
প্রভু, তোমার চিঠি।
সোনায় সোহাগা ফসলভূমি,
দেখিয়া মাতিয়া উঠি।
আকাশে তারা ঝলমল করে,
আমি চাহিয়া দেখি;
পাহাড়ে ঝর্ণা অবিরাম ঝরে,
কোমলতা তাহার শিখি।
মসজিদ-মিনারে আজানের ধ্বনি
ভেসে আসে সুমধুর;
পথের পথিক ক্লান্ত-শ্রান্ত,
মঞ্জিল বহুদূর।
দিবসের পরে জ্যোৎস্না রাতে
ভরে ওঠে মন-প্রাণ—
তাই তো তোমায় ডাকি, প্রভু,
সিজদায় গুণগান।