যেওনা এখনই!!!
রাতের গভীরতা দেখো...
কালো আকাশে!!
চন্দ্র তো আছে সবার..
তুমি বিহিন ভরা পূর্নিমায়
আঁধারে হারাই আমি।
দিশাহীন পথচলায়
তুমি এলে ধ্রুব তারা হয়ে।
আমার বিবাগী মন ছুটে যায়
তোমার পানে ।
যেওনা এখনই!!
আজ সময় থমকে যাক!
রাত আরো দীর্ঘ হোক!
শুধু তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত...
আমি একান্তে বন্দি করতে চাই।
শহুরে কাকতাড়ুয়া 🖤