কবিতা: :"আমায় চুমু দিয়ে যেত"
তিন বছর পরে রহিম তার নিজের ঘরে ঘুমাতে গেল,
এক বছর বাইরে ছিল,আর দুই বছর স্মৃতিহারা ছিল।
রহিম ঘর পেল ,কিন্তু তার ঘরণীকে সে ফিরে পেলনা,
সে আছে পাশের ঘরে,কিন্তু সে পরস্ত্রী ,কাছে এলোনা।
রাত নয়টার পরে রহিম মেয়ের নাম ধরে কাছে ডাকে,
আলেয়া জেনে গেছে এটা তার বাবা,বিদেশেতে থাকে।
মিতা বলে আলেয়া ওই বাবা ডাকে,বাবার কাছে যাও,
বাবাকে বুকে জড়িয়ে ধরো,অনেক ভালোবাসা দাও।
মায়ের কথা মত আলেয়া তার বাবাকে আদর যত্ন করে,
বাবার চোখে জল এসে যায়,মেয়েকে বুকে জড়িয়ে ধরে।
মেয়ে বলে বাবা এতদিন তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে?
রহিম বলে অজানা দেশে হারিয়ে গিয়েছিলাম পথ ভুলে।
আলেয়া বলে রোজ রাতে মা তোমার ছবি নিয়ে কাঁদত,
আমি জানতে চাইলে ,বাবা হারিয়ে গেছেআমায় বলত।
রহিম বলে তোমার চাচা তোমার মাকে কিছু বলত না?
মেয়ে বলে চাচু অন্য ঘরে থাকত ,রাতে দরজা খুলত না।
রহিম বলে চাচুর সাথে তোমাদের কখন কথাবার্তা হত?
মেয়ে বলে স্কুলে যাবার সময় চাচু আমায় চুমু দিয়ে যেত।
রহিম বলে মা আর তুমি কি চাচুর সাথে বেড়াতে যেতে?
আলেয়া বলে আমি আর চাচু যেতাম, মা যেতনা সাথে।