অসীম শূন্যতার ছায়া.
বিকেলের শান্ত আকাশে
ঝুলে থাকে এক অদৃশ্য সীমানা—
সেখানে অসীম শূন্যতা
নিয়ে বসে আছে তোমার নিজস্ব ছায়া।
চোখ মেলে দেখি—
তোমার কপোলজুড়ে ফুটে উঠেছে একটা নিঃশব্দ রেখা,
যেন হারানো কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত ।
গোধূলির আঁচলে লুকিয়ে পড়ে এক বিন্দু সিঁদুর,
যা মুছে যায় প্রতীক্ষার ধুলোয়—
আবেগ জমে থাকে,মেঘের নিচে চাপা পড়া
অশ্রু-ভেজা বাতাসের মতো।
রৌদ্রের করোটি হাতে নিয়ে হেঁটে যাই,
চারপাশে জেগে থাকে সহস্রাব্দের ক্লান্তি।
মেট্রোর ধাতব কোলাহলে চাপা পড়ে নিঃসঙ্গতা
জেগে ওঠে পায়ের নিচে অচেনা এক নদী—
যার ঢেউয়ে ভাসে স্মৃতির ভঙ্গুর আলো।
একজন যাত্রী, ধূলিধূসর স্বরে বলেন—
‘এখানে বসুন।’
তার কণ্ঠে ঝরে পড়ে সন্ধ্যার অসমাপ্ত গল্প।
রোদের পাশে তুমি, এক নীরব পাণ্ডুলিপি—
যেখানে কোনো শব্দ নেই, তবু তুমি অনুপুঙ্খে লেখা।
হঠাৎ হৃদয়ের ভিতরএকটা দরজা-
ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
চুপিচুপি ঢুকে পড়ে এক অচেনা ছায়া,
আর তখন আমি
নিজেকেই চিনে উঠতে পারি না।
⸻
Md Joynal abedin
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?