জ্ঞানের কথা বলতে যথা
সব মানুষে পারে,
সুযোগ পেলে হারাম খেতে
কেউ কভু না ছাড়ে ।
জ্ঞানের কথা বলা সহজ
মেনে চলা শক্ত,
নিজের লাভে মানুষ এখন
ঝরায় ভাইয়ের রক্ত ।
পাপের পথে পাপী লোকে
হয় যে পাপের রাজা,
আসল জ্ঞানীর বিচার করে
দেয় যে পাপী সাজা ।
মূর্খ রাজা জ্ঞানীর সাজা
পাথর সোনার বাটি,
কেরোসিনের একটু পরশ
দুধের ঘড়া মাটি ।
আসল জ্ঞানী কর্ম দিয়ে
সবার করে ভালো,
এমন মানুষ দিনে রবি
রাতে চাঁদের আলো ।
MD Maruf
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?