তুমি ছিলে যেন ছায়া হয়ে পাশে,
আমি ছিলাম না, তবুও তুমি ছিলে কাছে।
নির্বাক ভালবাসায় জড়ানো তোমার চোখ,
আমার না হয়েও, আমায় ঘিরেই ছিল সব সুখ।
শত শতাব্দী পেরিয়েও, আমি থাকবো তোমার অপেক্ষায়,
হৃদয়ের গহীনে গেঁথে রাখবো তোমার স্মৃতির আয়নায়।
এই বুকভরা ভালোবাসা—শুধুই তোমার নামে,
ভালোবাসার সমুদ্রে ডুবে যাবো নির্ভার, নির্জনে।
এই জন্মে না পাওয়া যত কিছু,
থাকুক না হয় ভাগ্যেরই লেখায়…
পরের জন্মে, ঠিক করে নেবো সব হিসেব,
ভালোবাসবো আবার, নতুন আলোয়, নতুন আবেগ।