আপনাকে রেখে দেই বুকের গভীরে
এক আকাশ সমান অনুরাগে,
আমি আপনার বিস্মৃতির অতলান্তে,
তাই জেনে শূণ্য ভীষণ লাগে।
প্রতিদান কামনায় হয় না প্রেম কভু,
জানি, তবু এই মন হতাশায় পোড়ে,
দিন তবু কেটে যায় ব্যস্ততার বাহানাতে,
নির্ঘুম রাতের আকাশে স্মৃতির ঘুড়িরা ওড়ে।
ভেজা চোখ মেলে তাকিয়ে থাকা শুধু
রাতভর অন্ধকার আকাশের পানে,
আপনাকে আর কখনও আমার পাওয়া হবেনা
আপনি আছেন শুধু কবিতায় আর গানে।