1.টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে
আজ সারা দিন ধরে
____ বিসন্ন ভাবনায় কাটে না সময়,
তাকে শুধু মনে পরে____
2.মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন.
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও মিস করব তোমায় জীবন ভর.
3.একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি ¤
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤
বর্ষার কাব্য লাগেনা যে ভালো ¤
কেন বার বার তোমাকে মনে পড়ে বলো¤
4.বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
miss you……
5.বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।
Md Hasibul Ialam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?