মহাকাব্যিক ইনিংস! কেউ কেউ বলতেই পারেন—না তো করছে ডাবল সেঞ্চুরি, না করছে ট্রিপল সেঞ্চুরি।
তবুও যেভাবে মাকরাম ও বাভুমা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে ব্যাট করছে, তাতেই ম্যাচের মোড় ঘুরে গেছে।
এটা কিন্তু বিশাল রিস্ক ছিল—তারা সেটা নিয়েছে, এবং সেটা কাজে লেগেছে।
অস্ট্রেলিয়া কিন্তু বাজে বোলিং করেনি।
তবুও মাকরাম ও বাভুমা এতটাই মহাকাব্যিকভাবে ব্যাট করছে যে, একনজরে মনে হতে পারে অস্ট্রেলিয়ার খারাপ বোলিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকা এত রান পাচ্ছে।
৮০-২০ থেকে ম্যাচে ফিরে আসাটাই একরকম মহাকাব্য!
এদিকে অনেক অস্ট্রেলিয়ান সমর্থক ম্যাচ শেষ হওয়ার আগেই সেলিব্রেশন শুরু করে দিছিল।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকান সমর্থকদের অতীত অভিজ্ঞতা এতটাই তিক্ত যে—৮০ রান দরকার, হাতে ৮ উইকেট, তবুও যেন জয়ের আশা করতে ভয় পাচ্ছে। নিউজফিড ও কমেন্ট সেকশনে এখনো সন্দেহ দেখতে পাচ্ছি হার্ডকোর সমর্থকদের থেকেও।
কি অবস্থা রে ভাই!
আশা করি, বাভুমা তার সেঞ্চুরি টা করবে। ইঞ্জুরি নিয়ে খেলছে।
আর ৬৯ রান লাগে ইতিহাস তৈরি করতে। হাতে ৮ উইকেট। আগামীকাল প্রথম সেশনেই ম্যাচ শেষ হবে। এখনো সন্দিহান?
#wtc #ausvsa
