ন্থ পরিচিতি : সহীহ মুসলিম শরিফ হাদিস বিষয়ক প্রধান ছয়টি (সিহাহ সিত্তাহ্) গ্রন্থের দ্বিতীয়। বুখারি শরিফের পরেই এর স্থান। প্রখ্যাত মুহাদ্দিস মুসলিম ইবনুল হাজ্জাজ ২০৪ হিজরি খোরাসান প্রদেশের নিশাপুরে (ইরান) জন্মগ্রহণ করেন এবং ২৬১ হিজরির ২৬ রজবে ইন্তেকাল করেন। তিনি ইমাম বুখারির (রহ)-এর শাগরিদ ছিলেন। মুসলিম শরিফ সংকলনটি করতে তাঁর দীর্ঘ ১৫টি বছর লেগেছিল। এতে পুনরুক্তসহ প্রায় ১২ হাজার হাদিস রয়েছে। পুনরুক্ত বাদ দিলে হাদিসের সংখ্যা প্রায় ৪০০০। ইমাম মুসলিম তাঁর মুখস্থ তিন লক্ষাধিক হাদিস থেকে বাছাই করে এই বিশুদ্ধ হাদিস সংকলনটি তৈরি করেন।