বর্ণনাকারীর (রাবি) পরিচিতি : প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রা. এই হাদিসটির বর্ণনাকারী। তাঁর নাম ছিল আব্দুস শামস এবং ইসলাম গ্রহণের পরে তাঁর নাম রাখা হয় আব্দুর রহমান। তিনি বিড়াল ছানাকে খুব পছন্দ করতেন বিধায় রসুলুল্লাহ সা. তাঁকে আবু হুরায়রা তথা বিড়াল ছানার মালিক বা পিতা উপনামে ডাকতেন এবং এই উপনামেই তিনি পরিচিতি লাভ করেন। তিনি ৭ম হিজরিতে মদিনায় খায়বর যুদ্ধের প্রাক্কালে ইসলাম গ্রহণ করেন। সে-সময়ে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। ইসলাম গ্রহণের সময়ে তাঁর মা জীবিত ছিলেন এবং সে-সময়ে তাঁর মা পৌত্তলিকতার উপর অটল ছিলেন। ইসলাম গ্রহণের দাওয়াত দিলে মা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। রসুলুল্লাহ সা.-কে মা’র জন্য দোয়া করতে বললে তিনি দোয়া করেন। শেষে তাঁর মা ইসলামের সুশীতল ছায়ায় চলে আসেন।