আবার সুরা আলে ইমরানের ১১০ নং আয়াতে আল্লাহপাক ইমানদারদেরকে শ্রেষ্ঠতম উম্মত হিসেবে উল্লেখ করেছেন। মানুষের কল্যাণ সাধনের জন্যই মুহাম্মদ সা.-এর উম্মতের উত্থান এবং এদের কাজ হলো সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা। আদেশ দান তারাই করতে পারে সমাজে যাদের কর্তৃত্ব থাকে। এতে বোঝা যায়, আল্লাহর যথার্থ প্রতিনিধি হিসেবে তাঁর পক্ষ থেকে দুনিয়াকে শাসন করার জন্য তিনি মোমিনদের সাহায্য করতে চান। এমনটিই যদি হয়, তাহলে প্রশ্ন উঠে দুনিয়াটা মোমিনদের জন্য জিল্লতির জীবন কেন হবে? যদি হয় সেটি তাদের দায়িত্ব অবহেলা এবং মোমিনসুলভ গুণাবলি ও যোগ্যতার অভাবে।