তিনি বলেন, একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দুই ব্যাক্তি হাঁচি দিলেন। তিনি একজনের হাচির জবাব দিলেন এবং অপর ব্যাক্তির জবাব দিলেন না। অপর ব্যাক্তিটি বললঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি তার হাঁচির জবাব দিলেন, কিন্তু আমার হাঁচির জবাব দিলেন না। তিনি বললেনঃ সে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলনি। [সহীহ বুখারী, ইফা: ৫৭৯২]
২. হাঁচির দাতার উত্তরে দুআ করার বিধান:
যখন কোন ব্যক্তি হাঁচি দিবে এবং اَلْـحَمْدُ للهِ (আলহামদুলিল্লাহ) বলবে তখন উপস্থিত সকল শ্রোতার জন্য ওয়াজিব হলো তার উত্তর দেয়া। রাসূল (স.) বলেন,