জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি চাহিদা ও সংকটে মানুষ যখন অসহায় হয়ে পড়ে—তখন সে আল্লাহর দরবারে হাত তোলে। দোয়া তখন শুধু কথার পরিণাম নয়, বরং হৃদয়ের গভীর আর্তনাদ। এই দোয়ার মাধ্যমে মানুষ তার প্রভুর নিকট চায় সাহায্য, ক্ষমা, রহমত ও পথনির্দেশনা। কুরআনে বহু স্থানে আল্লাহ তাঁর বান্দাদের দোয়া করতে উৎসাহ দিয়েছেন, আর দোয়া গ্রহণের ওয়াদা করেছেন। … বিস্তারিত